1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

বাংলাদেশ দলকে ভারতীয় অধিনায়কের কটাক্ষ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো টাটকা। সেই টাটকা স্মৃতি নিয়ে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে আইসিসি চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণে এ সিরিজ নিয়ে চলছে বেশ আলোচনা। সর্বশেষ ভারত সফরে দুটি টেস্টেই ইংনিস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপরও ভারতের সর্বমহলে সমীহ পাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।বর্তমান বাংলাদেশ দলের শক্তি-দুর্বলতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও বিশ্লেষকেরা। তবে তা মানতে নারাজ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাই টেস্ট শুরুর দুদিন আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, ‘তাদের মজা নিতে দেন।আগামী বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টনা তৃতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলতে এই সিরিজ ভারতীয়দের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, বাংলাদেশ দলকে কটাক্ষ বলেছেন তাদের মজা নিতে দিন। ভারতের মাটিতে সবাই ভারতকে হারাতে চায়। নিজেদের কাজে মনোযোগি হতে চান রোহিত, ‘সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে দলগুলো অনেক মজা পায়। সুতরাং তাদের (বাংলাদেশকে) মজা নিতে দিন। ভারত সব দলের বিরুদ্ধে খেলেছে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা অন্য কোনও দলই হোক না কেন, আমরা ভিন্ন কৌশল অবলম্বন করি না। আমরা চেষ্টা করব এবং আমাদের খেলায় মনোযোগ দিতে।’ ভারতের বিপক্ষে কখনো টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তবে গত দুই বছরে টাইগারদের মাঠের পারফরম্যান্সে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার ভারতের বিরুদ্ধে ইতিহাস তৈরির স্বপ্ন দেখছেন অনেকে। এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে রোহিত বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।’

বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত, ‘টি-টোয়েন্টিও রয়েছে, তাই ভালোভাবে খেলার জন্য চেষ্টা থাকবে। আমরা তাদের পর্যবেক্ষণ করব এবং অতীতে তাদের বিরুদ্ধে আমরা ভালো করেছি।’শান্তদের বিপক্ষে টেস্ট সিরিজের পর দুই শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার বাংলাদেশের বিপক্ষে সিরিজকে ‘ড্রেস রিহার্সাল’ হিসেবে দেখছেন না ভারতীয় অধিনায়ক।রোহিত বলেন, ‘প্রতিটি টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা দেশের জন্য খেলছি, ড্রেস রিহার্সালের কোনো প্রশ্নই আসে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিটি ম্যাচই জিততে হবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme