1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

১২ বছরের কিশোরীর বোলিংয়ে জাহির খানের ছায়া দেখছেন টেন্ডুলকার

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বাঁ হাতে বল নিয়ে দৌড়ে আসা। ডেলিভারির ঠিক আগে শূন্যে ভেসে লাফ। তারপর ডেলিভারি। ঠিক যেন জাহির খান! সাবেক ভারতীয় পেসারের মতো অ্যাকশনে বোলিং করা এক কিশোরীর ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে মুগ্ধতার কথা তুলে ধরেছেন সাচিন টেন্ডুলকার। উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহির নিজেও।

সুশীলা মীনা নামের ওই কিশোরীর বোলিংয়ের একটি ভিডিও শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেন ভারতের ব্যাটিং গ্রেট টেন্ডুলকার। পোস্টে একসময়ের সতীর্থ জাহিরকে ট্যাগ করে তিনি লেখেন, “মসৃণ, অনায়াস এবং দেখতেই ভালো লাগে। সুশীলা মীনার বোলিং অ্যাকশনে জাহির খানের ছায়া আছে। জাহির, তুমিও কি দেখছো?”

টেন্ডুলকারের পোস্ট শেয়ার করে জাহির লিখেছেন, “একদম ঠিক বলেছেন। এর চেয়ে বেশি একমত হতে পারতাম না। তার অ্যাকশন খুবই মসৃণ এবং চমৎকার। (তার বোলিংয়ে) অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ১২ বছর বয়সী মীনার বাড়ি রাজস্থানের একটি গ্রামে। বাঁহাতি এই পেসারের বোলিংয়ের কিছু ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এক যুগের বেশি সময় ধরে ভারতীয় পেস বোলিংয়ের নেতৃত্ব দেওয়া জাহির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ২০১৫ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০৯ ম্যাচে ৬১০ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme