প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা, তিন দফা দাবিতে অনড় অবস্থান
নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পদের মর্যাদা ও বেতন কাঠামো সংশোধনের দাবিতে আন্দোলন জোরদার করেছেন। সোমবার (২৬ মে) থেকে তারা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
১. সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি পদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা
৫–১৫ মে: প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতি
১৬–২০ মে: প্রতিদিন ২ ঘণ্টা কর্মবিরতি
২১–২৫ মে: অর্ধদিবস কর্মবিরতি
২৬ মে থেকে: পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা
ঐক্য পরিষদের আহ্বায়ক ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ গণমাধ্যমকে বলেন,
“দাবি বাস্তবায়নের জন্য আমরা ধাপে ধাপে কর্মসূচি দিয়েছি। সরকার কোনো সাড়া দেয়নি। তাই পূর্ণদিবস কর্মবিরতির মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
শুক্রবার ও শনিবার নিয়মিত ছুটি বহাল রাখা
প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমিত রাখা
এই কর্মসূচির কারণে দেশের হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।