ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির বিনামূল্যে ব্যবহারকারীরা এখন ‘কাস্টম জিপিটি’ ব্যবহার করতে পারবেন।
গেল মে মাসে ‘জিপিটি-৪ও’-এর সঙ্গে আসা আপডেটে, চার্ট বিশ্লেষণ, ছবির বিষয়ে প্রশ্ন করার ফিচারও বিনামূল্যে ব্যবহারের আওতায় থাকবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
মডেল ও ওয়েব প্রতিক্রিয়া, ডেটা বিশ্লেষণ, চার্ট তৈরি, ভিশন, ফাইল আপলোড, মেমোরি ও কাস্টম জিপিটির মতো চ্যাটজিপিটির ফিচারগুলো আগে শুধু অর্থের বিনিময়েই ব্যবহার করা যেত। তবে, এখন চ্যাটজিপিটির এসব ফিচার সকলেই ব্যবহার করতে পারবেন।
তবে, বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা কাস্টম জিপিটি ব্যবহার করতে পারলেও, তারা নিজস্ব জিপিটি তৈরি করতে পারবেন না। এরইমধ্যে কাস্টম জিপিটিগুলো ভিন্ন ভিন্ন উপায়ে ব্যবহারের চল তৈরি হয়েছে।
এ ছাড়া, কাস্টম জিপিটির নির্মাতারাও একটি আয় বিষয়ক প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন, যা মার্চ মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু করেছে ওপেনএআই।
ডেটা বিশ্লেষণ ও চার্ট তৈরির ফিচার থাকা ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সঙ্গে ওয়ান ড্রাইভ বা গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজ যুক্ত করে নিতে পারবেন, যা দ্রুত বিশ্লেষণ ও কাস্টমাইজযোগ্য চার্ট তৈরিতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।
তবে, গ্রাহক পরিষেবা কেনা ব্যবহারকারীরা আনলিমিটেড বার্তার সুবিধা পান। অন্যদিকে, বিনামূল্যে ব্যবহারকারীরা ‘জিপিটি-৪ও’ ব্যবহারের সময় বার্তা বা কথোপকথনের সীমায় পৌঁছে গেলে তারা স্বয়ংস্ক্রিয়ভাবেই জিপিটি-৩.৫ সংস্করণে ফিরে যাবেন বলে প্রতিবেদনে লিখেছে ভার্জ।