ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন, যা আগামী ৩১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা হঠাৎ করে স্থগিত করা হয়েছে। নির্বাচন বোর্ডের সদস্য তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে “অনিবার্য কারণে” ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। নোটিশে বোর্ডের আরেক সদস্য শাহাদাত হোসেনের স্বাক্ষর থাকলেও, সরকারি কাজে বাইরে থাকায় সদস্য মো. রেজাউল করিমের স্বাক্ষর অনুপস্থিত ছিল।
এই নির্বাচনকে কেন্দ্র করে দুইটি প্যানেল গঠিত হয়েছিল, এবং ১১ সদস্যের নির্বাহী কমিটির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৩৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। ই-ক্যাবের মোট ২,৮৪২ সদস্যের মধ্যে ৫০২ জন ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
ভোট স্থগিত হওয়ার খবরে ই-ক্যাবের সদস্য ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, বাণিজ্য মন্ত্রণালয় ট্রেড বডির নির্বাচনগুলো নিয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না, যা ব্যবসা-বাণিজ্যের জন্য ক্ষতিকর। আবার কেউ কেউ মনে করছেন, জাতীয় নির্বাচনের আগে ট্রেড বডির নির্বাচন হলে তা রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে, এবং এ কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে ই-ক্যাবের সদস্যরা নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং দ্রুত নতুন তারিখ ঘোষণা করার দাবি জানাচ্ছেন।