1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি করতেন তিনি

  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

মোটরসাইকেলের হেলমেট চুরির অভিযোগে সিফাত উল্লাহ মোস্তফা (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। গতকাল বুধবার রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া সিফাত রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি করেন। তাঁর কাছ থেকে তিনটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার হওয়া সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি হেলমেট চুরি করেন। চুরির জন্য তিনি রাইড শেয়ারিংয়ের কাজ করেন। রাইড শেয়ারিংয়ের সুবাদে তিনি সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিংয়ে যেতে পারেন। পার্কিংয়ে গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে আসেন। আর এসব কাজে যাতে তিনি ধরা না পড়েন, সে জন্য তাঁর মোটরসাইকেলের নম্বর প্লেটও পাল্টে ফেলতেন। মোটরসাইকেলে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে চলাফেরা করতেন তিনি।

গতকাল এই কৌশলে হেলমেট চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হেলমেট উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত তাঁর মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme