মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে শহীদ রফিক সেতুর দক্ষিণ পাশে পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে সিংগাইর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম।ওসি বলেন, স্থানীয়রা নদীতে লাশটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।
আনুমানিক ৪৫ বছর বয়সী পুরুষের মরদেহে কোনো পোশাক ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। সিংগাইর সার্কেলের এএসপি মো. আব্দুল্লাল আল ইমরানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওসি জাহিদুল আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে