ঠিকাদারি নিয়ে বিএনপি নেতাদের বিরোধ, ফোনালাপ ফাঁস হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে
রাজশাহী ও নওগাঁ জেলার দুই বিএনপি নেতা ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন, যা সম্প্রতি একটি ফোনালাপ ফাঁস হওয়ার মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
প্রায় ১০ মিনিটের ওই ফোনালাপে রাজশাহী মহানগর বিএনপির নেতা মাহবুবুর রহমান (রুবেল) নওগাঁ জেলা বিএনপির নেতা ও ঠিকাদার শাহজাহান আলীকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।
মাহবুব বলেন:
“১৭ বছর খাইনি, এখন খাব।”
জবাবে শাহজাহান বলেন:
“আমিও তো ১৬ বছর পর একটা কাজ পেয়েছি।”
রাজশাহী সওজ বিভাগের বৃক্ষপালন কার্যালয় সম্প্রতি সরকারি গাছ বিক্রির জন্য ৯টি লট দরপত্রে তোলে।
শাহজাহান আলী অংশ নিয়ে দুটি লট প্রায় ৬ লাখ টাকায় পান।
মাহবুবুর রহমান অভিযোগ করেন, শাহজাহান দরপত্রে অংশ নেওয়ার আগে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় করেননি।
ফোনালাপের সত্যতা স্বীকার করেছেন।
বলেন,
“রাগের মাথায় হয়ে গেছে। ভাষা ব্যবহার ঠিক হয়নি। আমাদের কর্মীরা প্রত্যাশা করে কিছু পাবে।”
বলেন,
“ওদের এলাকা সড়ক অফিসের পাশে। ফোনে যা বলেছে, সেটা ওর ব্যাপার। আমি নিয়ম মেনেই কাজ পেয়েছি।”
একাধিক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন:
“দরপত্র নিয়ে এমন আচরণ অনভিপ্রেত। বিষয়টি নজরে রাখা হচ্ছে।”
স্থানীয় এক রাজনৈতিক বিশ্লেষক বলেন:
“এটি রাজনীতির মধ্যে চাঁদাবাজি ও প্রভাব খাটানোর নগ্ন উদাহরণ। যেখানে গণতন্ত্রের চর্চা হবার কথা, সেখানে ‘খাই খাই’ সংস্কৃতি স্পষ্ট।”
এই ঘটনাটি শুধুই ব্যক্তিগত বিরোধ নয়, বরং রাজনৈতিক দলের ভিতরের লুটপাট সংস্কৃতি ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতার প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকেই। এটি দলীয় ভাবমূর্তির ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।