ঢাকা, ২৯ মে:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তনের আভাস। সভাপতি ফারুক আহমেদ পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন এখন ক্রিকেট অঙ্গনের আলোচিত বিষয়। বুধবার (২৮ মে) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠকের পর এ সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
বিশ্বকাপে ব্যর্থতা, দলীয় পারফরম্যান্সের অবনতি, টিকিট বিতর্ক, এবং আর্থিক অনিয়ম—বিভিন্ন বিষয়ে বিতর্কের মুখে পড়েছে বিসিবি। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবির কার্যক্রমে হস্তক্ষেপ করে। এমন পরিস্থিতিতে বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন সময়ের দাবি বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বৈঠকে ফারুক আহমেদ পদত্যাগের বিষয়ে সময় চেয়ে নিয়েছেন ১-২ দিন। ৩১ মে বিসিবির জরুরি সভার আগে এই সিদ্ধান্ত জানানো হতে পারে।
২০২৩ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের জেরে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ ছাড়েন। একই বছরের ২১ আগস্ট দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচিত পরিচালক ফারুক আহমেদ। প্রায় ৯ মাস ধরে দায়িত্ব পালন করছেন তিনি। তবে তার মেয়াদে বিসিবি জর্জরিত ছিল বিতর্ক ও প্রশাসনিক জটিলতায়।
তবে সভাপতি পদে সম্ভাব্য বিকল্প হিসেবে শোনা যাচ্ছে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নাম। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বোর্ড ও মাঠ—দুই জায়গাতেই যখন অস্থিরতা, তখন নেতৃত্বের এই টানাপোড়েন দেশীয় ক্রিকেটে আরও অনিশ্চয়তা তৈরি করছে।