পরীক্ষার দাবিতে রাজশাহী অঞ্চলের নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিভাগীয় কার্যালয়ের সামনে অবস্থান। এ সময় কেউ কেউ কাফনের কাপড়ও পরেন
অভ্যন্তরীণ ব্যবস্থায় দ্রুত পরীক্ষা গ্রহণের দাবিতে এবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অনশন করছেন রাজশাহী অঞ্চলের নার্সিং কলেজগুলোর ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে কয়েকজন গায়ে কাফনের কাপড়ও জড়িয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে গিয়ে তাঁরা সেখানে অবস্থান নেন। পরীক্ষার দাবিতে এই শিক্ষার্থীরা গত বুধবার থেকে টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষার দাবিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে একটি মিছিল নিয়ে তাঁরা নগরের শ্রীরামপুরে অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন। সেখানে অবস্থান নিয়ে তাঁরা পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।