ইসরায়েল বিষয়ে নেতিবাচক মনোভাব বেড়েছে মার্কিনিদের মধ্যে: পিউ রিসার্চ জরিপ
বর্তমানে অধিকাংশ মার্কিন নাগরিক ইসরায়েলকে নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছেন—এমন তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে।
গত মঙ্গলবার প্রকাশিত জরিপ অনুযায়ী, ২০২৫ সালের প্রথমার্ধে ইসরায়েল বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছেন ৫৩ শতাংশ মার্কিনি, যেখানে ২০২২ সালের মার্চে এই হার ছিল ৪২ শতাংশ। অর্থাৎ, ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রায় ১১ শতাংশ বেড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে এই মনোভাবের পরিবর্তন ঘটেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। চলমান এই গাজা যুদ্ধ এখন পর্যন্ত হাজার হাজার বেসামরিক প্রাণহানির কারণ হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলবিরোধী মনোভাব বাড়াতে ভূমিকা রেখেছে।
জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব অনেক বেশি। এবার ৬৯ শতাংশ ডেমোক্র্যাট নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন, যা ২০২২ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি। রিপাবলিকানদের মধ্যে এ হার ৩৭ শতাংশ, যা আগের ২৭ শতাংশ থেকে ১০ শতাংশ বেড়েছে।
বিশেষভাবে ৫০ বছরের নিচের রিপাবলিকানদের মধ্যে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে। এ বয়সসীমার প্রায় ৫০ শতাংশ রিপাবলিকান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকান ছাড়া অন্যান্য বয়সী রিপাবলিকানরা মনে করেন, গাজায় ইসরায়েলের অভিযান যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।
মার্কিন ইহুদি জনগোষ্ঠীর মধ্যে এখনো ইসরায়েলের প্রতি সমর্থন রয়েছে, তবে সেটি কিছুটা হ্রাস পেয়েছে। বর্তমানে ৭৩ শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলকে নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। শ্বেতাঙ্গ ধর্মপ্রচারকদের মধ্যে এই হার ৭২ শতাংশ। তবে শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্টদের মধ্যে নেতিবাচক মনোভাব ৫০ শতাংশ এবং ক্যাথলিকদের মধ্যে ৫৩ শতাংশে পৌঁছেছে।
মুসলিম মার্কিনিদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব অনেক বেশি। এদের মধ্যে ৮১ শতাংশ ইসরায়েলের বিপক্ষে মত দিয়েছেন, এবং মাত্র ১৯ শতাংশ পক্ষে।
এমন প্রেক্ষাপটে এ সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর করেন। যদিও পিউ রিসার্চের জরিপটি নেতানিয়াহুর সফরের আগে সম্পন্ন হয়েছে, তবে সফরের সময় ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে আলোচনায় এই জনমত পরিবর্তন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হিসেবে উঠে আসে।