1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

এবার ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশসহ সাত দেশকে ‘নিরাপদ’ তালিকায় নিল ইইউ, আশ্রয় পাওয়া হবে কঠিন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশসহ সাতটি দেশকে ‘নিরাপদ’ দেশের তালিকায় যুক্ত করেছে। বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত এই তালিকা অনুযায়ী, এসব দেশের নাগরিকদের ইউরোপে আশ্রয় লাভের প্রক্রিয়া হবে আরও কঠিন।

ইইউ জানিয়েছে, নতুন তালিকার লক্ষ্য হলো, ইতিমধ্যে যারা আশ্রয় নিয়েছেন, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা। এ সিদ্ধান্তের ফলে সদস্যদেশগুলো এসব দেশের নাগরিকদের আশ্রয় আবেদন দ্রুত যাচাই-বাছাই করে নিষ্পত্তির সুযোগ পাবে।

অভিবাসন কমিশন বলছে, তালিকাটি এখনও চূড়ান্ত নয়; এটি ইউরোপিয়ান পার্লামেন্ট ও সদস্যরাষ্ট্রগুলোর অনুমোদনের পর কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনে উগ্র ডানপন্থী দলের উত্থান ইইউকে অভিবাসন নীতিতে আরও কঠোর হওয়ার জন্য চাপ দিয়েছে। নতুন তালিকা প্রকাশের মধ্য দিয়ে সেই চাপের প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme