‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা’ শিরোনামে কালবেলা অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদটির প্রতিবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের কলাবাগান শাখার আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত।
প্রতিবাদে তিনি লিখেছেন, আমি ওবায়দুল ইসলাম সৈকত, জাতীয়তাবাদী ছাত্রদল, কলাবাগান শাখার আহ্বায়ক, আজ (৪ সেপ্টেম্বর) কালবেলা অনলাইন সংস্করণে ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা’ এই মর্মে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি লিখেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি যতদূর জানি ঘটনার দিন ওই মনির যুবদল পরিচয় দিয়ে ফুটপাথ দখল নিয়ে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তর্কে জড়ায়। তখন মনিরের সঙ্গে কিছু লোক নিয়ে ছাত্রদলের সাবেক সেক্রেটারি সাইফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় তখন সাইফুল ইসলামকে রক্ষার্থে স্থানীয় ফারুক নামের একজনের হাত কেটে যায়। ফারুকের হাতে ছয়টা সেলাই লাগে এ ছাড়া ফারুকের সঙ্গে আরও কয়েকজনকে বেধড়ক পিটিয়ে আহত করে মনির ও তার লোকজন। আমি দূর থেকে লক্ষ করে ছুটে আসি তখন ও দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল একপর্যায়ে আহতদের সঙ্গে থাকা লোকজন মনিরের ওপর ও আক্রমণ করতে গেলে আমি মনিরকে রক্ষার্থে চেষ্টা করি। কিন্তু মনির উল্লেখ করে তার দোকান লুট করা হচ্ছে। তখন আমি চেষ্টা করি দোকানে কোনো ধরনের ক্ষতি যাতে না হয়। আমি তাকে (মনির) ব্যক্তিগতভাবে চিনি না। দোকান লুট হওয়া এমন কোনো ভিডিও বা উপযুক্ত প্রমাণ থাকলে আমার ওপর অভিযোগ আমি মেনে নিব। কিন্তু প্রমাণ দেখাতে না পারলে আমি আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের জন্য প্রতিবেদকের বিরুদ্ধে আপনার প্রতিষ্ঠান ব্যবস্থা গ্রহণ না করিলে অন্যথায় আমি আইনিব্যবস্থা গ্রহণ করব।