1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

কর্ণফুলীতে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
বন্যহাতিফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ছৈয়দ (৫৭)। তিনি বড় উঠান ইউনিয়নের দৌলতপুর আবুল খায়ের সওদাগরের বাড়ির আবুল খায়েরের ছেলে। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে অভাবের সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দেয়াঙ পাহাড় থেকে একটি হাতি লোকালয়ে নেমে আসে। ওই সময় পাড়ার লোকজন দিশাহারা হয়ে পড়েন। সবার মতো ছৈয়দের পরিবারের সদস্যরাও দিগ্‌বিদিক ছুটতে থাকেন। ওই সময় হাতির সামনে পড়ে যান মোহাম্মদ ছৈয়দ। তাঁকে হাতি শুঁড়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

স্থানীয় লোকজন আরও জানান, দীর্ঘদিন ধরে দেয়াঙ পাহাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে হাতির দল। তারা জানমালের পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি করে আসছিল। একইভাবে গতকাল রাতেও একপাল হাতি এলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির প্রতিবেশী কফিল বিন ইসলাম বলেন, দোকান থেকে ঘরে আসার সময় হাতি শুঁড় দিয়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই মারা যান ছৈয়দ।

বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, হাতির আক্রমণে নিহত ব্যক্তির ব্যাপারে বন বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme