1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
শিরোনাম :
স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা সাবেক এমপি বাহাউদ্দিন ও তার স্ত্রীর ফ্ল্যাট ক্রোক পুলিশের এপিসি থেকে ফেলে আসহাবুলকে হত্যায় ট্রাইব্যুনালে মামলা গ্রামের বাড়ি পৌঁছা হলো না স্বামী-স্ত্রীর, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত গ্রামের বাড়ি পৌঁছা হলো না স্বামী-স্ত্রীর, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রেপ্তার ৫ ডাকাতের একজন যুবদল, আরেকজন ছাত্রদলকর্মী আদিবাসীদের সামাজিক উৎসবগুলোতে ছুটির দাবিতে সংবাদ সম্মেলন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চাইলেন জি কে শামীম ও তার মা মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে: প্রধান উপদেষ্টা

প্রাইভেটকার-বাইক সংঘর্ষ: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নিহত

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে নাফিজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বেড়াতে বেড়িয়ে প্রাণ গেছে এক কলেজ ছাত্রের। অপর দুজন আহত হয়েছেন।

উপজেলার মির্জাগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পটুয়াখালী থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান।

নিহত নেয়ামুল হক নাফিজ পটুয়াখালীর মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে। সে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহত নাফিজের পারিবার ও স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় নাফিজের দুই বন্ধু সাফিন ও ফারাবি হাসান ঢাকা থেকে বেড়াতে আসে। পরে নাফিজ তাদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ বেড়াতে যায়। পরে পায়রাকুঞ্জ থেকে পটুয়াখালী শহরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে নাফিজের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নাফিজ ও তার বন্ধু সাফিন গুরুতর আহত হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত সাফিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ফারাবিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ওসি ইমতিয়াজ বলেন, “মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একই মোটরসাইকেলের তিন আরোহী আহত হয়। এর মধ্যে নাফিজ মারা গেছেন।”

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme