দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের প্রধান ও আকর্ষণীয় আয়োজন পুরস্কার-২০২৩ দেওয়া হয়েছে গতকাল শুক্রবার। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। এ অনুষ্ঠানের লালগালিচায় হেঁটেছেন নবীন, প্রবীণ ও খ্যাতিমান সব তারকা। লালগালিচায় তাঁদের মজার সেই গল্পগুলো রইল
নুসরাত ইমরোজ তিশাসাবিনা ইয়াসমিন
অভিনেত্রী আজমেরী হক বাঁধন লালগালিচায় হাঁটার আগেই দাঁড়িয়ে গেলেন ফ্রেমবন্দী হতে। নিজেই তিনি ফটোগ্রাফারকে বললেন, ‘ভাইয়া, এখন আমার ছবি তোলেন।’ পরে জানতে চাইলেন লালগালিচা কোনো দিকে?খালেদ সরকার
মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের শুটিংয়ের সময় তরুণ অভিনেত্রী সারিকা সাবাহর সঙ্গে ভালো সম্পর্ক হয়। ছোট বোনের মতোই রুনার কাছে সারিকা। তিন বছর ধরে তাঁরা একসঙ্গে আয়োজনের লালগালিচায় হাঁটেন।
গায়ক সাব্বির জামান একাই দাঁড়িয়ে ফ্রেমবন্দী হতে। একজন বললেন,পাশে দাঁড়িয়ে থাকা এটাই কি ভাবি? তখন হেসে এই গায়ক বললেন, ‘না ভাই, বিয়ে আবার করছি।’ পরে অবশ্য একসঙ্গেই স্ত্রীকে নিয়ে ফ্রেমবন্দী হলেন এই গায়ক।খালেদ সরকার
মাকে ছাড়াই বাপ-বেটা এসেছিলেন আয়োজনে। বলছি অভিনেতা নরেশ ভূঁইয়া ও ছেলে ইয়াশ রোহানের কথা। রোহান বলেন, ‘মা ব্যস্ত, এ জন্য আসতে পারে নাই।’