1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

বিয়ের খবরের চাপ ঢাকল আমাকে আর ছেলেকে দিয়ে, কাকে ইঙ্গিত করে বললেন পরীমনি

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪

কদিন আগে গুঞ্জন রটে শরীফুল রাজ ও শবনম বুবলী বিয়ে করেছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখিও হয়। তবে এসব বিষয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি। এর মধ্যে হঠাৎ জানা যায়, পরীমনির বাসায় গেছেন রাজ। আড্ডা দিয়েছেন, এমনকি পরীমনির রান্না করা খাবারও খেয়েছেন। তবে বাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও পরীমনি জানিয়েছেন, খাবার খাওয়ার মতো ঘটনা মোটেও ঘটেনি। ঢালিউডের আলোচিত এই নায়িকা আজ শনিবার এক ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও ইঙ্গিতে বলেছেন, ‘সে স্বপ্নে আমার রান্না খায়।’

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় এক বছর। বিচ্ছেদের পর থেকে ছেলে পুণ্য মা পরীমনির কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাঁদের দুজনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। এত দিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের। এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরী। ছেলের প্রতি চিত্রনায়ক বাবা শরীফুল রাজের দায়িত্ব না পালনের অভিযোগের কথা দেশ-বিদেশের গণমাধ্যমে একাধিকবার বলেছেন। মাস দেড়েক আগের এক সাক্ষাৎকারে পরী বলেছেন, ‘রাজ আমার কাছে মৃত, ডেড।’ এর মধ্যে সম্প্রতি পরীমনির বাসায় রাজের যাওয়ার বিষয়টিতে অনেকে ভেবেছিলেন, হয়তো তাঁরা দুজন আবার এক হচ্ছেন। তবে পরীমনি সেই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

পরীমনির বাসায় রাজের যাওয়ার বিষয়ে গত ২৯ মে বলেছিলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। আমি যত্ন করে কাগজপত্রগুলো রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। এলে তো আর বের করে দিতে পারি না।’

এমন কথা বলার চার দিনের মাথায় পরীমনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’
ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তাঁর বন্ধু–শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন, শরীফুল রাজকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন। মন্তব্যের ঘরে খলচরিত্রের অভিনেতা শিমুল খান লিখেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)।’

প্রতি উত্তরে পরীমনি, ‘আছে এক টোকাই। তার বিয়ার নিউজের চাপ ঢাকল, আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!’

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme