1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

ব্রাজিলের ড্রয়ে ‘যন্ত্রণাদগ্ধ’ নেইমার আস্থা হারাননি

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কোপা আমেরিকায় ব্রাজিলের শুরুটা মনমতো হয়নি। কোস্টারিকার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। এ ম্যাচে ব্রাজিল দলের পারফরম্যান্স অনেক সমর্থককে হতাশ করেছে।

গোলের ১৯টি সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার বিষয়টি মানতে পারছেন না সমর্থকেরা। খেলোয়াড়দের হয়ে সমালোচকদের অবশ্য জবাব দিয়েছেন চোটের কারণে স্কোয়াডের বাইরে থাকা নেইমার।

আজ ব্রাজিলের খেলা দেখতে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আল হিলাল তারকা নেইমার। ম্যাচে ভালো খেলেও দল গোল না পাওয়ার যন্ত্রণা বিদ্ধ করেছে নেইমারকে। তবে এরপরও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

নেইমার বলেছেন, ‘আমরা যখন মাঠে থাকি, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো এমন দিন আসে, যখন কোনো কিছুই ঠিকঠাক হয় না, আবার এমন দিনও আসে যখন সব ঠিকঠাক হয়। খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় সমালোচনার ওপর থাকতে হয়। প্রতিটি পাস, প্রতিটি শট ও প্রতিটি সিদ্ধান্ত নিয়ে কথা ওঠে?’

কেন এমন হয় সেটা ব্যাখ্যা করে নেইমার বলেছেন, ‘কেন এমন হয়? কারণ, ব্রাজিলের সব মানুষ ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে চায়, সবাই স্বপ্ন দেখে ও চেষ্টা করে। এ কারণে যারা বাইরে থাকে, তারা মনে করে ভেতরে থাকাদের চেয়ে বেশি জানে, এটা স্বাভাবিকও। বাইরে থেকে আপনি যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারেন, ভেতর থেকে সেটা আপনি কখনো পারবেন না।’

দর্শক হিসেবে নিজের অভিজ্ঞতা কেমন তা জানিয়ে নেইমার বলেছেন, ‘আজ আমি দর্শক হওয়ার অভিজ্ঞতাটা পেয়েছি। বারবার মন বলছিল, গোলটা হয়ে যাবে। মন যন্ত্রণায় বিষিয়ে গিয়েছিল। তবে মাঠের বাইরে আমি কখনো সীমা ছাড়াব না। খেলা শেষ হওয়ার পর যা হয়েছে, মেনে নিয়েছি। এখন অনুশীলনে মনোযোগী হও এবং পরের ম্যাচের জন্য আরও উন্নতি করো। এই দলের ওপর আমার আস্থা আছে। আমি জানি, তারা নিজেদের জন্য, পরিবারের জন্য ও ব্রাজিল সমর্থকদের জন্য সেরাটাই করবে।’

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme