1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

কাউন্টিতে কাল সাকিবের খেলা, যাঁদের বিপক্ষে খেলবেন

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সাকিব আল হাসান দেশে ফেরেননি। তিনি গেছেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার।

সাকিব খেলবেন সমারসেটের বিপক্ষে। আগামীকাল বিকেল চারটায় টন্টনে মাঠে নামবেন তিনি। এই ম্যাচের আগে সাকিবের দল সারেতে তারকা কিংবা পরিচিত মুখ আর কারা আছেন, প্রতিপক্ষ সমারসেটেই বা কারা খেলছেন—সেটা দেখে নেওয়া যেতে পারে।

সারের হয়ে কাউন্টিতে ওপেন করেন ইংল্যান্ড জাতীয় দলে খেলা দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। বার্নস ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ৩২টি, সিবলি ২২টি। সারের সর্বশেষ ম্যাচে নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছেন বার্নস। সাকিবের দলের অধিনায়কও তিনি।টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের নিয়মিত মুখ উইল জ্যাকস সারের হয়ে ব্যাটিং করেন ৪ নম্বরে। সর্বশেষ ম্যাচে প্রথম ইনিংসে ৫৯ রান করেছেন। এই দলে আছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকস।চলতি বছরের মার্চে ভারত সিরিজের দলেও ছিলেন ফোকস। পরে জেমস স্মিথের কাছে জায়গা হারিয়েছেন। সর্বশেষ ম্যাচে সারের হয়ে খেলেছেন ভারতের সাই সুদর্শন। ১০৫ রানের ইনিংস খেলা সাই অবশ্য এখন ভারত ‘সি’ দলের হয়ে দুলীপ ট্রফিতে খেলছেন।প্রতিপক্ষ সমারসেটে খেলছেন ইংল্যান্ডের অভিজ্ঞ স্পিনার জ্যাক লিচ। সর্বশেষ ভারত সিরিজে খেলা লিচ ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৩৬টি টেস্ট। ইংল্যান্ডের হয়ে আট টেস্ট খেলা পেসার ক্রেগ ওভারটনও আছেন সমারসেটের বোলিং আক্রমণে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকল ভনের ছেলে আরচি ভনও আছেন এই দলে। সর্বশেষ ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে আরচির।
ইংল্যান্ডের হয়ে ৬ ওয়ানডে ও ১৪টি-টোয়েন্টি খেলা টম ব্যান্টন আছেন সমারসেটে। সমারসেটের হয়ে সর্বশেষ ম্যাচে ১২৪ রানের ইনিংস খেলা টম অ্যাবেলের নামটাও অনেকের পরিচিত লাগতে পারে। ২০১৯-২০ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার।

আরেকটা তথ্য জানিয়ে রাখা যেতে পারে, এই মাঠে একটি সেঞ্চুরি আছে সাকিবের। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি।

১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে এবং ওই সফরের দলে সাকিবও থাকবেন নিশ্চিত। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme