1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

রেকর্ডের পর রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

রেকর্ড, রেকর্ড আর রেকর্ড!

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা শুরু করল রেকর্ডময় এক জয় দিয়ে। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

নিগার সুলতানার দ্রুততম সেঞ্চুরি

টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নিগার সুলতানা খেলেন ঝড়ো এক ইনিংস। মাত্র ৭৮ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি, যা বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম। এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ফারজানা হকের, যিনি ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন।

নিগার করেন ৮০ বলে ১০১ রান। শারমিন আক্তার অপরাজিত থাকেন ৯৪ রানে। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৩ উইকেটে ২৭১ রান—মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

দুই স্পিনারের জাদু: ফাহিমা ও জান্নাতুল

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুটা ভালোই করেছিল। ওপেনিং জুটিতে নাত্তইয়া বুচাথাম ও চানিডা সুত্তিরুয়াং তোলে ৩৮ রান। তবে এরপর আক্রমণে আসেন দুই স্পিনার—ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুজনেই নেন ৫টি করে উইকেট।

  • ফাহিমা: ৫ উইকেট, ২১ রান খরচ

  • জান্নাতুল: ৫ উইকেট, মাত্র ৭ রান খরচ

এটি মেয়েদের ওয়ানডেতে প্রথমবার, যখন এক ইনিংসে দুই বোলার ৫টি করে উইকেট নিলেন। যদিও দুই বোলার মিলে ১০ উইকেট নেওয়ার ঘটনা এর আগে আরও তিনবার ঘটেছে।

থাইল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ৯৩ রানে। ওপেনিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ জুটি ছিল মাত্র ১৮ রানের, আর কোনো জুটিই দুই অঙ্কে পৌঁছাতে পারেনি।

আগামী ম্যাচ

এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ আগামী রোববার, আয়ারল্যান্ড এর বিপক্ষে। আগের রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।


আরও চাইলে এই প্রতিবেদনটা দিয়ে ছোট একটা গ্রাফিক্স বা সোশ্যাল মিডিয়ার পোস্টও বানিয়ে দিতে পারি! চাইলে বলো কীভাবে সাজাতে চাও।

4o

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme