1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

এবারের আইপিএলে সবচেয়ে বড় ছক্কাটি কার

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আইপিএল ২০২৫: এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কা অভিষেক শর্মার

ক্রিকেটের স্কোরবোর্ডে ছক্কার মাপে আলাদা করে কোনো বাড়তি রান যোগ না হলেও, বড় ছক্কা মারতে পারাটা ব্যাটসম্যানদের জন্য একটি বিশেষ কৃতিত্ব হিসেবেই ধরা হয়। বিশেষ করে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, যেখানে ছক্কার ঝড় মানেই বিনোদনের তুঙ্গ।

এবারের আইপিএলে (২০২৫) এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৩০টি ম্যাচ। আর এই ৩০ ম্যাচের মধ্যে সবচেয়ে বড় ছক্কাটি এসেছে সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনার অভিষেক শর্মার ব্যাট থেকে। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে এক হাইভোল্টেজ ম্যাচে অভিষেক ১০৬ মিটারের এক বিশাল ছক্কা হাঁকান। শুধু তাই নয়, ওই ম্যাচে তিনি আরও ৯টি ছক্কা মারেন এবং খেলেন ৫৫ বলে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস।

১০৫ মিটারের ছক্কা আছে আরও দুজন ওপেনারের নামের পাশে। বেঙ্গালুরুর ফিল সল্ট এবং হায়দরাবাদের ট্রাভিস হেড ১০৫ মিটার দূরে বল পাঠিয়েছেন। ট্রাভিস হেড এই ছক্কাটি মেরেছিলেন ২৩ মার্চ তাদের প্রথম ম্যাচে, আর সল্টের ছক্কাটি এসেছে ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে।

১০০ মিটারের বেশি দূরত্বে ছক্কা হাঁকিয়েছেন আরও দুজন – লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান এবং রাজস্থান রয়্যালসের অনিকেত বর্মা। দুজনের ছক্কাই ১০২ মিটারের।

আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় ছক্কা:

  • আলবি মরকেল (দক্ষিণ আফ্রিকা) – ২০০৮ সালে ১২৫ মিটারের রেকর্ড গড়া ছক্কা

  • লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড) – ২০২২ সালে ১১৭ মিটারের ছক্কা (বর্তমানে আইপিএলে খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড়)

বড় ছক্কা মানেই শুধু রান নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক আধিপত্যও—যা ব্যাটসম্যান প্রতিপক্ষের বোলারদের ওপর প্রতিষ্ঠা করে। আর তাই তো এমন ছক্কাগুলো আলাদা করে জায়গা করে নেয় ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme