1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হয়ে পারে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme