1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

বন্ধুর পোস্ট দেখে লটারি কিনেই বাজিমাত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে কতকিছুই তো চোখে পড়ে আমাদের। অনেক কিছুকেই বিশ্বাস না করে এড়িয়ে চলি আমরা। কেউ কেউ আবার লোভনীয় অফার বা বিজ্ঞাপনের কারণে নানা রকম ফাঁদেও পড়েন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম ক্ষতিকর দিকের বাইরে ব্যতিক্রম ঘটনাও আছে। 

এই যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর পোস্ট দেখে লটারি কিনে জীবনটাই বদলে গেছে এক যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার ,মেলভিন ব্রুকস নামের এক ব্যক্তির। লটারিতে ৪ লাখ ডলার জিতেছেন তিনি। বাংলাদেশি টাকার অংকে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৭ লাখ টাকা।

প্রথমে স্যোশাল মিডিয়ায় বন্ধুর একটি পোস্ট নজরে আসে ব্রুকসের। যেখানে তার বন্ধু ১০০ ডলার জেতেন। পরে নিজেও সিদ্ধান্ত নেন ৫ ডলার দিয়ে একটি টিকি কিনবেন তিনি। আর সেই টিকিট ঘষতেই ভাগ্য বদলে গেছে তার। ৪ লাখ ডলার জিতেন তিনি। এখন এই অর্থ স্ত্রী ও কন্যাদের সঙ্গে ভাগ করে সুন্দর জীবন কাটানোর পরিকল্পনা করছেন তিনি।

লটারির বিষয়টি নিয়ে ব্রুকস বলেন, ‘আমি আমার এক বন্ধুর পোস্ট দেখেছি। যে স্ক্র্যাচ অফে ১০০ জিতেছে। তাই আমিও এটি চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। পার্কিং লটে টিকিট কাটার সময় আমার সঙ্গে আমার কাজিনও ছিল।’

লটারি জেতার পর ঠিক কি করেছিলেন ব্রুকস। সেটা জানিয়ে তিনি বলেন, ‘এটি প্রতিদিন ঘটে না। যে আপনি ৪ লাখ ডলার জিতবেন। স্বাভাবিকভাবেই তাই আমরা আনন্দ করেছি।’

অবশ্য ৪ লাখ ডলার জিতলেও পুরো অর্থ পাননি তিনি। সোমবার লটারির টাকা বুঝে নিতে লটারির অফিসে গেলে প্রয়োজনীয় রাজ্য ও ফেডারেল ট্যাক্স কেটে তাকে মোট ২ লাখ ৮৬ হাজার দিয়েছে লটারি প্রতিষ্ঠানটি। তাতে অবশ্য আনন্দ ম্লান হয়ে যায়নি তার।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme