আশুলিয়ার তৈরি পোশাক কারখানা আজ শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে ফের পুরোদমে খুলবে। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।
তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিকনেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তারা পোশাক কারখানা খুলে দিচ্ছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিজিএমইএর কার্যালয়ে এ সভা হয়। দুই দফায় অনুষ্ঠিত সভায় শিল্পমালিক, স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার প্রমুখ। প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ার ওষুধ ও তৈরি পোশাকশিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছে। এ সময় বিক্ষিপ্ত ভাঙচুর ও সহিংসতার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করা হয়।