১নং পদুমশর ইউনিয়ন,সাঘাটা,গাইবান্ধার দুই দুইবারের স্বর্ণপদক জয়ী সফল চেয়ারম্যান তোহিদুজ্জামান (স্বপন) আজ আর আমাদের মাঝে নেই, আজ ভোর ৪ ঘটিকার সময় ,বগুরা জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,(ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাহি রাজিউন ) আজকে বিকাল ৫ ঘটিকার সময় তার নিজ বাস ভবনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে
তিনি একজন চেয়ারম্যান হিসাবে যতোটা ভালো মানুষ ছিলেন, বেক্তি গত ভাবেও তিনি ছিলেন সবার ভালবাসার মানুষ পছন্দের মানুষ, জনপ্রতিধিনিতি হিসাবে তিনি ছিলেন অতুলনীয়
আমরা সবাই তার বিদায়ী আত্মার মাগফিরাত জন্য দোয়া করি