কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।
ওই তিন শিশু হলো নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৮), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৮) ও আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এ ঘটনার আহাদের আরেক সন্তান ও আতিকের বোন আঁখি (৯) নিখোঁজ হয়েছিল। তবে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।