জুহান খান জেকির চাচা আফতাব হোসেন খান সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে অস্ত্রধারীরা। এ সময় আহত হয়েছেন আরেকজন।রোববার রাত ৮টার দিকে নগরীর পীরমহল্লা এলাকায় এ ঘটনাটি ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।গুরুতর আহত জুহান খান জেকি (২৪) পীরমহল্লা এলাকার জহির খানের ছেলে। তার আপন চাচা আফতাব হোসেন খান সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর।
এ ঘটনায় সোহান নামে আরেক তরুণ আহত হয়েছেন। তবে সোহান হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, “ভিকটিম জুহান খান চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটি কারা ঘটিয়েছে তা ভিকটিম কিছুটা সুস্থ হওয়ার পর আমাদের জানাবেন। এ বিষয়ে তার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুতই আমরা সবকিছু জানতে পারব।”তবে ঘটনার প্রত্যক্ষদর্শী পীরমহল্লা এলাকার কয়েকজন জানান, রাতে কয়েকজন অস্ত্রধারী প্রথমে পীরমহল্লায় আফতাব হোসেন খানের বাসায় গিয়ে তার খোঁজ করেন। সেখান থেকে ফেরার পথে আফতাবের ভাতিজা জুহান খানকে পীরমহল্লা বাজারে একটি দোকানের সামনে পায় তারা।
তখন অস্ত্রধারীরা জুহানকে হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।