আহত বৃদ্ধা ডাকাতি করতে আসা একজনকে চিনতে পেরেছেন বলে এলাকাবাসীকে জানালে তারা পাশের গ্রামে গিয়ে তাকে আটক করে।নাটোরের গুরুদাসপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের এক বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন।নিহত হারেজ আলী (৬৫) ওই গ্রামের প্রয়াত ময়না বুড়ার ছেলে। স্ত্রী হোলেদা বেগমকে (৬০) নিয়ে থাকতেন এই কৃষক। তাদের এক ছেলে কামাল হোসেন বিদেশে থাকেন, আরেক ছেলে খাঁজা আলী আলাদা বাড়িতে বসবাস করেন।ডাকাতি ও হত্যার অভিযোগে গ্রেপ্তাররা হলেন, বৃ-চাপিলা আদর্শ গ্রামের মমিন আলীর ছেলে সুমন আলী (৩০), ইউসুফ আলীর ছেলে মাসুদ রানা (৩২), মোজাম হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২০)।চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন বলেন, মঙ্গলবার ভোর চারটার দিকে মই দিয়ে চার যুবক ওই দম্পতির বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা করে। এসময় বৃদ্ধ-বৃদ্ধা ডাকাতিতে বাধা দিলে দুইজনকেই কুপিয়ে পালিয়ে যায় তারা।
ডাকাতদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধার হোলেদার চিৎকারে স্থানীয়রা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পরে আহত বৃদ্ধা ডাকাতি করতে আসা একজনকে চিনতে পেরেছেন বলে এলাকাবাসীকে জানালে, তারা পাশের বৃ-চাপিলা আদর্শ গ্রামে গিয়ে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পরে স্বীকারোত্তি ও তথ্য মতে অন্য দুজনকে আটক করা হয়।
পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী তাদের গণপিটুনি দেওয়ায় চেষ্টা করলেও পুলিশ ও সেনাসদস্যদের চেষ্টায় তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।ওসি উজ্জল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আরেকজনেকে গ্রেপ্তার এবং আরও কেউ বা অন্য কোনো বিষয় এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।