1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

রংপুরে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
দুর্ঘটনাকবলিত ইটভাঙার ট্রলি। ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে বাসের সঙ্গে ইটভাঙা ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্পসংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীরপাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন আরও পাঁচজন।দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।বড়দরগা হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সড়ক আইনে মামলা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme