আল্লাহর ওয়াস্তে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িতদের সরে আসার অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, “আপনারা দেখেছেন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কী পরিণতি হয়। আপনারা যদি সেই পরিণতি না চান, তাহলে আল্লাহর ওয়াস্তে যত ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়েছেন, সেখান থেকে সরে আসুন। মানুষ আপনাদের স্বাগত জানাবে।”
মঙ্গলবার বিকালে দিনাজপুরের খানসামা উপজেলার পাকের হাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, “একটি দীর্ঘ লড়াইয়ের পর মানুষ যেমন ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হয়েছে। আপনারা জানেন নির্যাতন-নিপীড়নের কষ্ট কী।
“কেননা সেই নির্যাতনের শিকার আপনারাও। তবে আবার আপনারাও নতুন করে চাঁদাবাজি ও দখলদারিত্ব করে দেশের জনগণকে সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না।”
ফ্যাসিবাদী শক্তির বিচার প্রসঙ্গে অসিফ মাহমুদ বলেন, “ইতোমধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, যারা চব্বিশের অভ্যুত্থানে আমার ভাইদের শহীদ করেছে, আহত করেছে, বাংলার মাটিতে তাদের বিচার হবে।
“তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে বাংলাদেশে আর কখনও কোনও ফ্যাসিবাদী সরকার মাথাচাড়া দিতে না পারে।”
এর আগে আসিফ মাহমুদ কাহারোল এবং খানসামা উপজেলায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।