কয়েকজন ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের পাশে খালি জায়গায় ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি সড়কে গিয়ে পড়ে।
সিলেটে জকিগঞ্জ উপজেলায় সড়ক থেকে ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে বাস চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টার এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান।
নিহত আবির আহমদ (১৪) গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজর নবম শ্রেণির ছাত্র ও বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জহিরুল ইসলাম বলেন, “কয়েকজন ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের পাশে খালি জায়গায় ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি সড়কে গিয়ে পড়লে সেটি কুড়িয়ে আনতে যায় আবির।
“এসময় সিলেটগামী গেইটলক বাসের সঙ্গে আবিরের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে। বাস চালক পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে।”