আসন্ন ই-ক্যাব নির্বাচনে E-commerce Association of Bangladesh (e-Cab) এর (২০২৫-২০২৭) মেয়াদের নির্বাচনে পরিচালক পদ প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মেম্বার বান্ধব তরুন উদ্যোক্তা কাজী মুকিতুজ্জামান (মুকিত), ই-ক্যাব মেম্বারশিপ নং- ২৮১০,,ভোটার- ৪৯১,কাজী মুকিতুজ্জামান (মুকিত) সত্বাধীকারী (টপ মোর )
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে পথচলা শুরু হয়। বর্তমানে অধ্যয়নরত- এল এল বি মহানগর ল কলেজ, ঢাকা। সেই উদ্যোগ একসময় পুরোপুরি ই-কমার্স ব্যবসায় রূপ নেয়। টপ মোর নামে ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে ২০২০ সাল থেকে প্রমশনাল গিফট আইটেম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য বিশেষ ভূমিকা রেখে আসছেন তিনি। বর্তমানে ই-কমার্সের পাশাপাশি চায়না থেকে বিভিন্ন মেডিক্যাল পন্য ও দেশে বিভিন্ন পন্য তৈরি ও উৎপাদনে বেশ সুনাম অর্জন করেছেন। করোনাকালীন মাস্ক ও পিপিই উৎপাদন ও ই-ক্যাবের সহোযোগিতায় বিশেষ ব্যবস্থাপনায় সেগুলো ডেলিভারি করেছেন তিনি।
তিনি বলেন, ‘ই-কমার্স ব্যবসার প্রাণ হলো বিভিন্ন মার্কেটপ্লেস সেলার ও ফেসবুক নির্ভর লাখো উদ্যোক্তা। কিন্তু ই-কমার্স ব্যবসার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে তাদের কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখা হয় নাই। গত বছর ই-কমার্স সেক্টরে অপ্রত্যাশিত ক্রাকডাউনের ফলে হাজার হাজার উদ্যোক্তাকে পথে বসতে হয়েছে অথচ তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কেউ এগিয়ে আসে নাই। অন্যদিকে দেশি-বিদেশি বিভিন্ন মার্কেটপ্লেস নানান অযৌক্তিক শর্তারোপ ও বিভিন্ন পলিসির কারণে ক্ষুদ্র সেলারদের টিকে থাকাই এখন চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, ‘ফেসবুকে বিজ্ঞাপন দেয়ার জন্য অঘোষিত ভাবে ৩০% ভ্যাট কেটে নেওয়া হয় যা এই সেক্টরের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘার নামন্তর। এমন একটা পরিস্থিতিতে ই-ক্যাব নির্বাচনের মাধ্যমে লাখো উদ্যোক্তারা ই-কমার্স সেক্টরের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছেন। ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আশা করি যদি ই-ক্যাব মেম্বাররা আমাকে নির্বাচিত করেন তাহলে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর একটি ই-কমার্স সেক্টর উপহার দিতে পারবো।’