শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মেডিকেল করেসপনডেন্ট:
রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
লাবিবা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পসরা গ্রামের মো. আব্দুল্লাহর মেয়ে। সে পরিবারের সঙ্গে শাহজাদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করত।
লাবিবার বাবা জানান, বিকেলে বাসার জানালার বাইরে হাত বাড়ালে একটি খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করে সে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় মেঝেতে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।