শিবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার সোনাকুড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সোহা আক্তার (১০) এবং মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে হাবিবা আক্তার (০৯)। তারা মামাতো-ফুফাতো বোন বলে জানা গেছে।
স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সোহা ও হাবিবা। দীর্ঘ সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের নিথর দেহ ভেসে ওঠে। উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—সাঁতার না জানার কারণে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।