1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

পরীর ফ্রিজভর্তি কী, জানেন?

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

শোবিজ অঙ্গনের তারকাদের সব সময়ই লাইট, ক্যামেরা এবং অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হয়। ক্যামেরায় নিজেদের আকর্ষণীয় করে তুলতে নানা কসরতও করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। ফিট থাকার জন্য অনেকে জিমে গিয়ে ঝরিয়ে ফেলেন অতিরিক্ত মেদ-চর্বি। আবার খাদ্যতালিকা থেকে মিষ্টিজাতীয় খাদ্য বাদ দিয়ে তৈরি হয় কারও দৈনন্দিন রুটিন। ইচ্ছা থাকা সত্ত্বেও খেতে পারেন না লোভনীয় সব খাবার। কিন্তু হালের জনপ্রিয় নায়িকা পরীমনি এই ক্ষেত্রেও গতানুগতিক ধারার বাইরে, যার প্রমাণ দিল তাঁর ফ্রিজ।
গত বুধবার রাতে হঠাৎ করেই নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা পরী। ভিডিওতে দেখা যায় আলো-আঁধারি বাসায় নিজের ফ্রিজ খুলছেন তিনি।

সেখানে থরে থরে সাজানো আছে মিষ্টির প্যাকেট। অর্থাৎ পুরো ফ্রিজ ভর্তি হয়ে আছে মিষ্টিতে। এমনকি ফ্রিজের ওপরেও রাখা আছে মিষ্টির প্যাকেট এবং কেক। ভিডিও করার সময় মিষ্টিজাতীয় খাবারের প্যাকেটে কোথায় কী রাখা আছে, বলতে শোনা গেছে। পরী বলেন, ‘এই হলো আমার ফ্রিজের আত্মকাহিনি’।

পরীর ফ্রিজে আছে সব ধরণের মিষ্টিজাতীয় খাবার। দই, মিষ্টি, কেক, লাড্ডুসহ হরেক রকমের বাহারি মিষ্টি। এই ভিডিওর মাধ্যমেই বোঝা যায়, মিষ্টি কতটা ভালোবাসেন এই নায়িকা। এত মিষ্টি দেখে ভিডিওটি লুফে নিয়েছেন ভক্তরা। ফ্রিজে এত মিষ্টির ভান্ডার দেখে রীতিমতো চমকে উঠেছেন তাঁরা। অনেকে মিষ্টি দেখে নিজের লোভের কথা জানান, আবার কেউ স্বাস্থ্যসচেতন হতে পরামর্শ দেন পরীকে।

সামনে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজ। পাশাপাশি কলকাতায় ‘ফেলুবক্সী’ সিনেমাতেও দেখা যাবে এই নায়িকাকে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme