আগামী ১৩ জুন বলিউড তারকা আমির খানের মা জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন। এ উপলক্ষে এলাহী আয়োজন করেছেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যম খবর অনুযায়ী, মায়ের জন্মদিন উপলক্ষে দুই শর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন উদ্যাপনের আয়োজন করা হয়েছে মুম্বাইতে আমিরের বাড়িতেই। এ উপলক্ষে বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বেনারসসহ ভারতের বিভিন্ন শহর থেকে আমির খানের আত্মীয়রা মুম্বাইতে আসবেন।
এখন পর্যন্ত জানা গেছে, এই আয়োজনে দুই শর বেশি অতিথি থাকবেন। আমির খানের মা জিনাত প্রায় এক বছর ধরে অসুস্থ।
মায়ের সঙ্গে আমির খান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে
অভিনেতা চান, মায়ের জন্মদিন উদ্যাপনকে উপলক্ষ করে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত বছর চিকিৎসার জন্য চেন্নাইতে ছিলেন আমির খানের মা জিনাত। মায়ের পাশে থাকতে আমিরও অনেক দিন মুম্বাইয়ের বাইরে ছিলেন।
২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন আমির খান। সে সময় তিনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, পরিবারকে সময় দিতেই এ বিরতি। এরপর তাঁকে সন্তানদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে।