1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

ছবিতে সোনাক্ষী-জহিরের সংবর্ধনায় তারার মেলা

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

বলিউড তারকার বিয়ে মানেই যেন তারার হাট! জমকালো আয়োজনে এক ছাদের নিচে জড়ো হয়ে সুন্দর সময় কাটানোর এমন দুর্দান্ত উপলক্ষ তো সহজে মেলে না। সেই সঙ্গে চলে পাপারাজ্জিদের সাধ মিটিয়ে ছবি তোলা। তারকারাও ফুলেল ফটোবুথের সামনে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে পোজ দিতে ক্লান্ত হন না। সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেখে নেওয়া যাক দাওয়াতে তারকা অতিথিদের একাংশ।

সোনাক্ষী সিনহার বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে দেখা দেন ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের সহকর্মীরা। জীবনসঙ্গী সিদ্ধার্থকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অদিতি রাও হায়দারি

রিচা চাড্ডা আর আলী ফজলও দেখা দেন কালো রঙের পোশাকে জুটি বেঁধে। জুলাইয়ে মা-বাবা হতে চলেছেন এই দম্পতি

‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের ‘আলমজেব’খ্যাত শারমিন সেগাল দেখা দেন মাল্টিবিলিয়নিয়ার জীবনসঙ্গী আমান মেহতার হাত ধরে

ভারতীয় অভিনেত্রী ও মডেল প্রজ্ঞা জয়েসওয়ালও দেখা দেন কালো একরঙা চুমকি-পুঁতির জমকালো শাড়িতে

মনোযোগ এড়াতে সালমান খান ঢুকেছিলেন পেছনের দরজা দিয়ে। তাতে ভিড় এড়াতে পারেননি। পরনে ছিল কালো স্যুট-প্যান্ট

বিতর্ক পেছনে ফেলে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহা অংশ নিয়েছেন ২৩ তারিখের সব আয়োজনে

হুমা কুরেশি দেখা দেন আইভরিরঙা শাড়ি আর চুমকি-পুঁতির জমকালো শ্রাগে

কালো টি-শার্টের ওপরে কালো জ্যাকেট শার্ট চাপিয়ে দেখা দেন অনিল কাপুর

প্রশংসা কুড়াচ্ছে রাভিনা ট্যান্ডনের লুক। একরঙা কালো টপ, সোনালিরঙা প্রিন্টের প্যান্টের সঙ্গে তিনি পরেছেন ঐতিহ্যবাহী গয়না। প্যান্টটি আবার তৈরি হয়েছে পুরোনো শাড়ি দিয়ে

কাজল দেখা দেন সোনালি-কালোরঙা শাড়িতে। অনিল কাপুরের মতো বয়স বাড়ে না তাঁরও!

বেগুনি রঙের চকমকে জমকালো শাড়িতে দেখা দেন ‘হীরামান্ডি’ অভিনেত্রী সানজিদা হক

আইভরি ও সোনালিরঙা শাড়িতে দেখা দেন ‘চিরসবুজ’রেখা

বাদ যাননি সালমান খানের বোন অর্পিতা খান ও আয়ুশ শর্মা দম্পতি

টাবুর পরনে ছিল একরঙা হালকা মিষ্টি রঙের আনারকলি। এর ওপর ছিল আয়না, জরির কারচুপি আর জারদৌসির কাজ

বিদ্যা বালান তাঁর জীবনসঙ্গী সিদ্ধার্থ রায় কাপুর দেখা দেন কালো রঙের পোশাকে। বিদ্যা বালান ওজন কমিয়ে একেবারে ফিট হয়ে দেখা দিলেন

হুমা কুরেশী উপস্থিত হয়েছিলেন ভাই সাকিব সেলিমকে সঙ্গে নিয়ে

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme