1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

সিনেমায় খালেদা জিয়ার জীবনী, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামের এই সিনেমা প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এরই মধ্যে সিনেমার পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসেই (২৫ সেপ্টেম্বর) শুটিং। পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন পরিচালক।

গণমাধ্যমে নির্মাতা জামান জানান, তিনি অনেক দিন ধরেই এই চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলেন। নানা তথ্য সংগ্রহ করেছেন তারা। খালেদার জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছেন নির্মাতারা। চলচ্চিত্রটি নির্মাণের আগে অনুমতিও নেওয়া হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে।

কোন কোন অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই সিনেমায় এমন প্রশ্নের জবাবে নির্মাতা আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। নিশ্চয়ই কাস্টিংয়েও চমক থাকবে। এত বড় একটি চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না।’ শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে বলেও জানান এই নির্মাতা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme