1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima
শিরোনাম :
সিরিয়ায় ‘চোরাগোপ্তা’ হামলায় ১৪ পুলিশ নিহত ৪২ ঘণ্টা পর রাঙামাটির নদীতে মিলল নিখোঁজ ২ পর্যটকের লাশ নাশকতা কি না, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ে ত্রিপুরা পাড়ায় পুড়েছে ১৭ ঘর, বাসিন্দারা ছিলেন বড়দিনের উৎসবে গণপিটুনি দিয়ে চুন-বালু মেশানো এসিড পানি খাওয়ানো হয় যুবককে, পরে মৃত্যু ছাত্রদল নেতাকে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি-চাঁদাবাজি থেকে সরে আসুন: আসিফ মাহমুদ যাদুকাটায় পাথর-বালু উত্তোলন, ১৭ শেইভ মেশিন জব্দ জাহাজে ৭ খুন: একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা সালাউদ্দিন-আমিনুলের পরিবার বিশ্বশান্তি কামনা বড়দিনের প্রার্থনায়

বেনজীরকে দেশ ছাড়ার সুযোগ দিল কে

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪

অবৈধ পথে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের দায়ে পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কৃতিত্ব দাবি করছে আওয়ামী লীগ সরকার। দলের নেতারা বলেছেন, বাংলাদেশে কোনো সরকার উচ্চপদে আসীন ব্যক্তি কিংবা দলের এমপি–মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগ সরকার নিয়েছে। খুবই ভালো কথা।

প্রশ্ন হলো এটা সত্যি সত্যি দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযানের অংশ, না লোক দেখানো পদক্ষেপ। এর মাধ্যমে নানা চাপে থাকা সরকার বহির্বিশ্বকে দেখাতে চাইছে, তারা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে। ২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সময়ও সরকারের মন্ত্রী–নেতারা এ ধরনেরও কথাবার্তা বলেছিলেন। পরে দেখা গেল, সেটা সত্যিকার অভিযান ছিল না। দুই একজন ব্যতিক্রম বাদে কেউ শাস্তি পাননি।

সাম্প্রতিককালে বেনজীরের পাশাপাশি যাঁদের নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়, তাঁরা হলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ও বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই ওরফে বাচ্চু। এর বাইরে মধ্যম পর্যায়ের কিছু সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার খবরও সংবাদমাধ্যমে এসেছে।

সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগের কথা বলছে, তখন দেশের বাস্তব অবস্থাটা কী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর আগে প্রথম আলোতে খবর বের হয়েছিল, এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবেই শতকোটি টাকার লেনদেন হয়। এই কর্মকর্তার নাম আকরাম হোসেন। দুদকের অনুসন্ধানে এসেছে, তাঁর ৬ কোটি ৭০ লাখ টাকার আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

যে কজন ধরা পড়েছেন বা যাদের নামে মামলা হয়েছে, শুধু তাঁরাই কি দুর্নীতি করেছেন? পিকে হালদার কয়েক হাজার কোটি নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরই আমরা জানতে পারলাম তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ছিল। গুলশান থানার এস আই সোহেল রানার ওপরও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তাঁর দেশ ত্যাগের পর। ভারতের আদালতে তাঁদের দুজনের বিচার হচ্ছে। বাংলাদেশ সরকার বার বার ভারত সরকারকে চিঠি দিয়েও ফেরত আনতে পারছে না।

পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটেছে? কেউ বলছেন তিনি দেশেই আছেন, কেউ বলছেন দেশের বাইরে চলে গেছেন। বৃহস্পতিবার সমকালের প্রতিবেদনে বলা হয় ‘তিনি দেশে আছেন কি না, তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

বেনজিরের বিরুদ্ধে যে পরিমাণ সম্পদ দখল করেছেন বলে অভিযোগ এসেছে, তা আলাদীনের চেরাগ না হলে কারও পক্ষে করা সম্ভব নয়। তিনি গোপালগঞ্জ ও মাদারীপুরের বিশাল এলাকা নিয়ে সাভানা ন্যাচারাল পার্ক তৈরির জন্য শত শত একর জমি কিনেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে সেসব জমি কেনা হয়েছে বলে খোঁজ নিয়ে জানতে পেরেছি।
একটি সূত্র জানিয়েছে, পরিবার নিয়ে বেনজীর দুবাইয়ে অবস্থান করছেন।’ শুক্রবার আজকের পত্রিকা বেনজীর আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানায়, ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন মেয়ে, স্ত্রীসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। স্ত্রী জীশান মির্জার চিকিৎসার কারণে তাঁরা সে দেশেই অবস্থান করছেন।

৩১ মে প্রথম আলোর অনলাইন প্রতিবেদনে বলা হয়: দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানায় থাকা সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। কিন্তু আদালতের আদেশ আসার আগেই গত ৪ মে বেনজীর দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme