1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
শিরোনাম :
খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগ: নিজেকে নির্দোষ দাবি গণপিটুনি খাওয়া কিশোরের চিকিৎসাশিক্ষা: মৌলিক বিষয়ে শিক্ষকের জন্য শতভাগ প্রণোদনা ভাতা ঈদের কেনাকাটায় ৮টি জরুরি সতর্কতা পেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫ এর নতুন রুটিন প্রকাশ মেসির সঙ্গে নয়, আমার সঙ্গে লড়ো—লোগান পলকে আর্জেন্টাইন তারকার বডিগার্ড আনিসুলের এখন পর্যন্ত ৫২ দিনের রিমান্ড মঞ্জুর, সাবেক আইজিপি মামুনের ৯২ দিন বাড়ির ছেলেশিশুটিকে ঠিকভাবে বড় করছেন তো ময়মনসিংহের ব্যস্ততম এলাকায় যেভাবে বাস করতেন আরসা সদস্যরা সেঞ্চুরির ফিফটি ডাকছে বাংলাদেশের এই ব্যাটসম্যানকে ‘ভাইরাল’ তরমুজ বিক্রেতা এখন লুকিয়ে থাকছেন, বললেন ‘সবাই প্রতারণা করেছে’

ঈদের কেনাকাটায় ৮টি জরুরি সতর্কতা

  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

১. পকেটমার ও ছিনতাইকারী থেকে সাবধান
ঈদের সময় শপিং মল বা বিপণিবিতানে পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায়। তাই প্রয়োজনের বেশি নগদ টাকা না নেওয়াই ভালো। ব্যাগ, মুঠোফোন বা মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখুন। নারীরা ব্যাগ কাঁধে রাখার পরিবর্তে শক্তভাবে ধরে রাখুন, আর পুরুষেরা সামনের পকেটে মানিব্যাগ রাখার চেষ্টা করুন।

২. অনলাইনে কেনাকাটা করুন, কিন্তু সাবধানে
ভিড় এড়িয়ে স্বস্তিতে কেনাকাটা করতে চাইলে অনলাইন হতে পারে ভালো বিকল্প। তবে শুধু বিশ্বস্ত ওয়েবসাইট ও পরিচিত পেজ থেকে অর্ডার করুন। বিক্রেতার রিভিউ দেখে নিন এবং ক্যাশ অন ডেলিভারি বা নিরাপদ পেমেন্টের ওপর আস্থা রাখুন।

৩. জাল নোট থেকে সাবধান
ঈদের বাজারে জাল টাকার সংখ্যা বেড়ে যায়। টাকা লেনদেনে সতর্ক থাকুন। জাল নোট শনাক্ত করার উপায়গুলো জেনে রাখা ভালো। সম্ভব হলে নোট যাচাই করার জন্য কাউন্টারফিট মানি ডিটেক্টর কলম সঙ্গে রাখুন। বিশেষ করে ফুটপাত বা সন্দেহজনক দোকানে লেনদেন করার সময় ভালোভাবে যাচাই করুন।

আরও পড়ুন
আড়ংয়ের নতুন বিক্রয়কেন্দ্রে এত ভিড় কেন
১১ মার্চ ২০২৫
৭ মার্চ রাজধানীর ধানমন্ডি ২ নম্বর সড়কে নতুন বিক্রয়কেন্দ্র খুলেছে আড়ং

৪. শিশুদের কখনো হাতছাড়া করবেন না
লোকজনের ভিড়ে শিশু হারিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তাই ছোটদের হাত শক্ত করে ধরে রাখুন। প্রয়োজনে তাদের পকেটে আপনার ফোন নম্বর ও ঠিকানা লেখা কাগজ দিয়ে রাখুন। প্রয়োজনে তাদের কাছে আপনার আইডি কার্ডের ফটোকপি দিয়ে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয়, অপ্রয়োজনে শিশুদের বাজারে না নিয়ে যাওয়া।

৫. টানা কেনাকাটা এড়িয়ে চলুন
গরম পড়েছে। অনেকে রোজা রেখে দীর্ঘক্ষণ কেনাকাটা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাই কেনাকাটায় বের হলে হালকা পোশাক পরুন, সানগ্লাস ব্যবহার করুন। বিশ্রামের প্রয়োজন হলে বিশ্রাম নিন। সন্ধ্যার পর কেনাকাটা করা তুলনামূলক আরামদায়ক হলেও ছিনতাইকারীদের উপদ্রব তো আছেই। তাই রাতে বাইরে একা না থেকে দলবেঁধে থাকুন, নিরাপদ বাহনে চলাফেরা করুন।

আরও পড়ুন
সাধ ও সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করতে রাজধানীর যেসব বাজারে যেতে পারেন, জেনে রাখুন দরদাম
১১ মার্চ ২০২৫
পছন্দমতো জামা–জুতা পেতে রাজধানীর গাউছিয়া, চাঁদনি চক ও নিউমার্কেটে ঢুঁ মারছেন ক্রেতারা
৬. সঠিক দাম যাচাই করুন
ঈদের বাজারে অনেক দোকানি অতিরিক্ত দাম হাঁকেন। তাই দরদাম করে পছন্দের জিনিসটি কিনুন। তার আগে বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করে নিতে পারেন। তাহলে ঠকার আশঙ্কা কম থাকে।

৭. অপ্রয়োজনীয় নগদ টাকা বহন করবেন না
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এখন বেশ সহজ। তাই প্রয়োজনে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করুন। যদি নগদ টাকা নিতেই হয়, তবে দিনের বেলায় এবং যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

৮. চটকদার অফারের ফাঁদে পড়বেন না
‘বাই ওয়ান গেট থ্রি’ বা ‘৭০% ছাড়’—এ ধরনের অফার দেখে হুট করে কেনাকাটা করে ফেলবেন না। এসব অনেক সময় শুধুই প্রচারণার কৌশল হয় এবং পণ্যের দাম আদতে কম থাকে না। তাই কেনার আগে দাম যাচাই করে দেখুন এবং প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করবেন না।

সবশেষে
ঈদ উপলক্ষে প্রিয়জন ও নিজের জন্য কেনাকাটায় আনন্দ আছে নিঃসন্দেহে। তবে ভিড়ে সাবধান থাকুন, হিসাব করে খরচ করুন, আর সবকিছুর মধ্যে নিজের ও পরিবারের নিরাপত্তাকে সবার আগে রাখুন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme