জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফার বৈঠক শুরু
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে তৃতীয় দফায় বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় ঐকমত্য কমিশন। আজ মঙ্গলবার সকাল ১১টার পর রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান।
বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
সংবিধান সংস্কারসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবেই বিএনপির সঙ্গে আলোচনা চলছে। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফা বৈঠক দিনব্যাপী চললেও তা স্থগিত করা হয়। গত রোববার দ্বিতীয় দফায় বৈঠক হলেও আলোচনা চূড়ান্ত হয়নি।
দ্বিতীয় দিনের আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের ‘একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন’—এই সুপারিশে দ্বিমত পোষণ করে বিএনপি। তাদের প্রস্তাব, কেউ টানা দুবার প্রধানমন্ত্রী হলে পরবর্তী মেয়াদের জন্য বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়া যেতে পারে।
এ ছাড়া ক্ষমতার ভারসাম্য আনার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনের আরও কিছু প্রস্তাবে বিএনপি ভিন্নমত পোষণ করে অনড় অবস্থানে থাকে। তবে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে তারা প্রস্তাব দিয়েছে, যেখানে বলা হয়েছে—পরবর্তী সংসদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একটি আইন প্রণয়ন করা হবে।