1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman

১৭ বছর পর বদলে যাওয়া বাংলাদেশে আসছেন জোবাইদা রহমান

  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

১৭ বছর পর দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান, থাকবেন বাবার বাসভবনে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন। শ্বশুরবাড়িতে নয়, তিনি থাকবেন রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাবার বাসভবন “মাহবুব ভবন”-এ। মঙ্গলবার (৬ মে) সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সংকটময় সময়ে স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে দেশত্যাগ করেছিলেন জোবাইদা। এবার কাতারের আমিরের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তিনি।

থাকবেন বাবার বাড়ি ‘মাহবুব ভবনে’

ধানমন্ডির মাহবুব ভবনটি তার প্রয়াত বাবা, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ি। বর্তমানে সেখানেই থাকছেন তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় বোন শাহিনা জামানের পরিবার। অসুস্থ মায়ের সঙ্গেই সময় কাটাবেন জোবাইদা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মান জানিয়েছেন, জোবাইদার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাসভবনে সাজসজ্জা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা গার্ড রুম স্থাপনসহ নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বাসভবনটির নিরাপত্তা বাড়াতে সশস্ত্র পুলিশ, চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনী (CSF), এবং আর্চওয়ে স্ক্যানার স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০ এপ্রিল পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়ে এই নিরাপত্তার অনুরোধ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

রুম্মান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন নিরাপত্তা ব্যবস্থা আশপাশের বাসিন্দাদের জন্য কোনো অসুবিধার কারণ না হয়। সবকিছু সতর্কতা ও সম্মানের সাথে সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে।

আইনি প্রেক্ষাপট ও প্রবাসজীবন

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর, দুদক তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। পরে ঢাকার একটি আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর, সেই সাজা ও জরিমানা স্থগিত করা হয়।

লন্ডনে অবস্থানকালে জোবাইদা ইম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে বিসিএসে প্রথম হয়ে সরকারি চিকিৎসক হিসেবে যোগ দেন। শিক্ষা ছুটিতে লন্ডনে গিয়েছিলেন, তবে সরকার পরবর্তীতে তাকে চাকরি থেকে বরখাস্ত করে।

ব্যক্তিগত পটভূমি

১৯৭২ সালের ১৮ মে সিলেটে জন্ম নেওয়া জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ভাতিজি।

দেশে ফেরার যাত্রা

সোমবার সন্ধ্যায় (লন্ডন সময়) কাতারের এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দর থেকে উড়াল দেবে। দোহায় যাত্রাবিরতির পর মঙ্গলবার সকাল ১০:৩০টায় তারা ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সফরসঙ্গী হিসেবে থাকছেন খালেদা জিয়া এবং তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme