গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনের কর্মী বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (৬ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনায় এখনো অভিযান অব্যাহত রয়েছে।
রোববার রাতে সংঘটিত হয় হামলা
রোববার (৫ মে) রাত ৯টা ৩০ মিনিটের দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জ্যামে আটকে থাকা অবস্থায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মোটরসাইকেলে আসা ৪-৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। এতে গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনিও আহত হন। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকা শহরে স্থানান্তর করা হয়।
ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট, বিশেষ করে থানা ও ডিবি পুলিশ একযোগে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। রাতেই প্রথমে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপুকে আটক করা হয়।
বিক্ষোভে উত্তাল এনসিপি
হামলার ঘটনার প্রতিবাদে রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আওয়ামী লীগের “রাজনৈতিক নিষেধাজ্ঞা” দাবি করে স্লোগান দেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।