রাজধানীর হাতিরঝিলে চলন্ত সিএনজি উল্টে মারাত্মক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা গুরুতর।
রাজধানীর হাতিরঝিল। ফাইল ছবি
রাজধানীর হাতিরঝিল। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন
সোমবার (৫ মে) বেলা পৌনে ১২টার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সিএনজি চালকের নাম মহিউদ্দিন। অন্য যাত্রীদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি বেলা সাড়ে ১১টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিল। মধুবাগে মোড় ঘুরানোর সময় অতিরিক্ত গতি থাকায় এর চালক সেটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে সিএনজিটি উল্টে যায়। সিএনজিতে দুজন নারী ছিলেন।
আরও পড়ুন: হাতিরঝিলে লেকের পাশে মিলল কিশোরীর মরদেহ
পরে অন্য যাত্রীরা সিএনজি থেকে তাদের বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।