বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতারা।
বিজ্ঞাপন
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই লেনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার সাধারণ মানুষ।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অবরোধ শেষ হয় তবে বেলা সাড়ে ১১টায়। বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আহলে সুন্নাত ওয়াল জমা’আতের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে যুবসেনার কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জাবের হোসাইন বলেন, মাওলানা রইস উদ্দিনের হত্যাকারী যতক্ষণ গ্রেপ্তার না করা হবে আমাদের আন্দোলন চলবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মহাসচিব মাওলানা মাসুদ হোসেন আর কাদরী, রেজভিয়া দরবারের খলিফা মুফতি নজরুল ইসলাম রেজভী, কুমিল্লা ছাত্রসানার সভাপতি মোহাম্মদ জাবের হোসেন।