ঢাকা, ১১ মে:
বাংলাদেশ আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার পর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক বক্তব্যে বলেন, ‘লীগ ধর, জেলে ভর’।
রোববার (১১ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। এর আগে শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “ছাত্র-জনতা ঘোষিত তিন দফার একটি দফাও বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।”
হাসনাত আরও বলেন,
“আমরা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ শেষ করতে রাজপথে নেমেছি। এই দাবিগুলো কোনো রাজনৈতিক দাবিনামা নয়, বরং শহীদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা সংগ্রামের মূলমন্ত্র। প্রিয় সহযোদ্ধারা, ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রে পা দেবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।”
হাসনাতের এই মন্তব্য এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক এবং সমর্থন-বিরোধিতার ঢেউ বইছে।
এ বিষয়ে সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।