ঢাকা, ১১ মে:
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন,
“চুক্তি ভঙ্গ করে বারবার হামলা চালাচ্ছে পাকিস্তান, যার উপযুক্ত জবাব দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। বিষয়টির প্রতি আমরা গুরুত্ব সহকারে নজর রাখছি এবং পাকিস্তানকে দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অন্যদিকে, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,
“আমরা যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভারতই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং উস্কানিমূলক হামলা চালাচ্ছে।”
উল্লেখ্য, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা দুই দেশের মধ্যে চুক্তি লঙ্ঘনের আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।
আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, কারণ দুই দেশই পরমাণু শক্তিধর এবং যেকোনো সংঘাত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে।