ঢাকা, ১১ মে:
ভারত ও পাকিস্তানের মধ্যে টানা ১৯ দিনের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
এই গুরুত্বপূর্ণ ঘোষণার প্রেক্ষাপটে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট অভিনেত্রীরা পাকিস্তানকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন।
একজন জনপ্রিয় অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টে লিখেছেন:
“যদি যুদ্ধবিরতি সত্যি হয়, তাহলে অবশ্যই এটি একটি ভালো সিদ্ধান্ত। তবে পুনরায় ভুল করো না। যেদিন ভারতে আবার রক্তপাত ঘটাবে, সেদিন আবারও যুদ্ধ হবে—আর তা নরকের থেকেও ভয়ংকর হবে।”
এই বার্তাটি পাকিস্তানের প্রতি একটি সরাসরি হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, আরেক বলিউড অভিনেত্রী আরও কড়া ভাষায় মন্তব্য করেছেন:
“সন্ত্রাসের আঁতুড়ঘর। জঘন্য একটা দেশ। আরশোলা কোথাকার! বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারে মুছে ফেলা দরকার।”
এই মন্তব্যগুলো ভারতীয় সমাজে চলমান ক্ষোভ ও প্রতিক্রিয়ার প্রতিফলন। পাশাপাশি, এগুলো ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতা এবং পারস্পরিক অবিশ্বাসকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।
যুদ্ধবিরতির সিদ্ধান্তটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে শান্তির উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে উভয়পক্ষকেই রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা এবং আস্থা পুনর্গঠনের দিকে অগ্রসর হতে হবে। যুদ্ধবিরতি শুধু প্রথম ধাপ, সমাধান আসবে দীর্ঘমেয়াদি সংলাপ ও কূটনীতির মাধ্যমে।