আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে নতুন বিতর্ক। এবার টিকটকার অনামিকা ঐশীসহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এই টিকটকার জুটি।
সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও। সেখানে দেখা যায়, অন্তঃরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা। শুধু তাই নয়, টিকটকার মামুনকে একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যায় বলে দাবি করেছেন লায়লা।
বিজ্ঞাপন
তার দাবি, মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন মামুন। তবে এই অভিযোগ মেনে নিতে নারাজ মামুন। উল্টো তার দাবি, মাদকাসক্ত লায়লাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
রোবাবার (১১ মে) মধ্যরাতে ‘লিংক ভাইরাল হওয়ার পর মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে লায়লাকে বলতে শোনা গেছে , সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন। আপনারা মনে করেন আমিই ভিলেন। কিন্তু বলে রাখি একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে কখনও আটকে রাখা যায় না। কেন আমাকে খারাপ বানানো হয়?
Copied from: https://rtvonline.com/