1. [email protected] : admin :
  2. [email protected] : Shahriar Rahman : Shahriar Rahman
  3. [email protected] : Jannatul Naima : Jannatul Naima

অনির্দিষ্টকালের জন্য স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্ট্রিজের (বিওটি) চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করেছেন। শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে শুক্রবার রাতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন কালবেলাকে বলেন, ঘটনা সত্যি। আগামীকাল (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ ছাড়া বিওটি চেয়ারম্যানও পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগ করেন। আওয়ামী লীগ সরকারের এভাবে পতনের পর শিক্ষার্থী ও শিক্ষকরা বিওটির পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। বিশ্ববিদ্যালয়টির বিওটির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও নানা অজুহাতে চাকরিচ্যুত করার অভিযোগ ছিল।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগের বিষয়টি জানানো হলে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে। পরে সরকার নতুন একটি বোর্ড গঠন করে দেবে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এই ক্যাটেগরীর আরো খবর
© 2024  All rights reserved by Desheralo.com
Customized BY NewsTheme